মুকসুদপুরে বেগম রোকেয়া দিবস পালন

 

?

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া -২০২১ উদযাপন উপলক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন তাপসি রানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, উপজেলা কৃষি অফিসার ড.মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম পান্নু, ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা লায়লা সুলতানা, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া, সহ- সভাপতি সরদার মজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম,রাবেয়া বেগমকে তমা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ট জয়িতা মুকসুদপুর উপজেলার মধ্যে একমাত্র ভাবড়াশুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের আব্দুল হালিম শেখের স্ত্রী রাবেয়া বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধমুরাদ বিদেশে যাবেন না দেশে থাকবেন, সেটা তার ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে আন্তর্জাতিক দূনীর্তি বিরোধী দিবস পালন