ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে ম্যাচের আড়াই দিনের বেশি। তবু ফল আসার বেশ ভালো সম্ভাবনাই দেখা যাচ্ছে মিরপুর টেস্টে। এটি সম্ভব হচ্ছে মূলত বাংলাদেশ দলের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে। প্রথম ইনিংসের ভরাডুবির পর দ্বিতীয় ইনিংসেও চলমান রয়েছে ব্যাটিং বিপর্যয়।

সাজিদ খানের ঘূর্ণিতে বাংলাদেশ দল ৮৭ রানে অলআউট হওয়ায় ম্যাচে ফল পাওয়ার আশায় ফলোঅন করিয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক, তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫ রান। ইনিংস ব্যবধানের পরাজয় এড়াতে এখনও ১৮৮ রান করতে হবে বাংলাদেশকে। হাতে আছে আর ৬ উইকেট। পঞ্চম উইকেট জুটিতে খেলছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

পূর্ববর্তী নিবন্ধমুরাদের ১৭টি ‘অশ্লীল’ অডিও-ভিডিও সরিয়েছে বিটিআরসি
পরবর্তী নিবন্ধআবরার হত্যা মামলার ২২ আসামি আদালতে