চতুর্থ দিনেও খেলা শুরু হতে দেরি

স্পোর্টস ডেস্ক

টানা বৃষ্টির কারণে এরই মধ্যে ঢাকা টেস্ট থেকে হারিয়ে গেছে ২০৬.৪ ওভার। তিন দিনে ২৭০ ওভারের জায়গায় খেলা হয়েছে মাত্র ৬৩.২ ওভার। সোমবার ম্যাচের তৃতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও। এমনকি দুই দল টিম হোটেল ছেড়ে স্টেডিয়ামেই যায়নি।

তবে অবস্থার খানিক উন্নতি ঘটেছে আজ অর্থাৎ ম্যাচের চতুর্থ দিন। তাই খেলার আশায় এরই মধ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। তবু নির্ধারিত সময় সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হয়নি।

মাঠে বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে বিলম্ব। আর বৃষ্টি না হলে সুপার সপার দিয়ে মাঠ শুকিয়ে নেওয়ার পর অতি শিগগিরই শুরু করা হবে খেলা। তবে সেটিও সকাল ১০টার আগে সম্ভব নয়। তাই প্রথম তিনদিনের মতো আজও হারিয়ে যাবে বেশ কিছু ওভার।

ম্যাচের প্রথমদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সেদিন তারা ৫৭ ওভার খেলে করে ২ উইকেটে ১৬১ রান। পরে দ্বিতীয় ৬.২ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে যোগ করে আরও ২৭ রান। অধিনায়ক বাবর আজম ৭১ ও অভিজ্ঞ আজহার আলি অপরাজিত রয়েছেন ৫২ রান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে একদিনে ৯ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধদুই দিন পর দেখা মিলল সূর্যের