ছুটির দিনে গণপরিবহনে হাফ ভাড়া নেই

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। তবে বেশ কয়েকটি দিন নির্ধারণ করা হয়েছে, যেদিন হাফ ভাড়া প্রযোজ্য হবে না।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এই ঘোষণা দেন।

তিনি জানান, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া নেওয়া হবে। বুধবার (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ঢাকার বাইরে শিক্ষার্থীদের হাফ ভাড়া প্রযোজ্য হবে না।

এনায়েত উল্যাহ আরও বলেন, সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না।

চট্টগ্রাম বা অন্যান্য শহরে কেন হাফ ভাড়া নেওয়া হবে না এমন প্রশ্নে তিনি বলেন, হাফ ভাড়ার এই সিদ্ধান্ত শুধু ঢাকা শহরের জন্য কার্যকর হবে। অন্যান্য শহরের জন্য নয়। কারণ, এই দাবি শুধু ঢাকার শিক্ষার্থীদের ছিল।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সব শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনার পর ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়। তবে হাফ ভাড়া প্রদানের সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

 

পূর্ববর্তী নিবন্ধসকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া
পরবর্তী নিবন্ধঢাকায় আসছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র