মুকসুদপুরে ১৬ ইউনিয়নে মধ্যে ১৩টিতে নৌকা, ৩টায় স্বতন্ত্র প্রার্থী বিজয়

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গোপালগঞ্জের মুকসুদপুরে ১৬ ইউনিয়নে মধ্যে ১৩টিতে নৌকা প্রতিক জয় তিনটা ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী বিজয়।২৮ নভেম্বর রবিবার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইউপি নির্বাচন-২০২১-এ মহিলা সহ সকল শ্রেণি-পেশার ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধে নিজেদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিতে পেরে জেলা প্রশাসন ও জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ ভোটাররা।সদ্য সম্পন্ন হওয়া ইউপি নির্বাচনে মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হলেন পশারগাতি ইউনিয়ন মোঃ আঃ রহমান মীর, গোবিন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওবাইদুল ইসলাম, খান্দার পাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সাব্বির খান,বহুগ্রাম ইউনিয়ন বাবু পরিতোষ সরকার, বাঁশবাড়ীয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মোল্যা, ভাবড়াশুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস.এম রিফাতুল আলম মুছা, বাটিকামারি ইউনিয়ন শাহাআকরাম হোসেন জাফর, দিগনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী,রাঘদী ইউনিয়ন,মোঃ সাহিদুর রহমান (টুটুল), গোহালা ইউনিয়ন নজরুল ইসলাম মাতুব্বর, কাশালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম,ননীক্ষীর ইউনিয়ন শেখ রনি আহমেদ, উজানী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শ্যামল কান্তি বোস।স্বতন্ত্র প্রাথী চেয়ারম্যান মহারাজপুর ইউনিয়ন ছালাউদ্দিন মিয়া মোচনা ইউনিয়ন ইমদাদ হোসেন জলিরপাড় ইউনিয়ন মিহির কান্তি রায়।
সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভীড় করতে থাকে ভোটাররা। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। ১৬টি ইউনিয়নে ৭৮ জন চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে নেমেছিলেন। এর মধ্যে আওয়ামীলীগের ১৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেমের ৭ জন এবং ৫৫ জন স্বতন্ত্র প্রার্থী এছাড়াও সংরক্ষিত নারী সদস্যপদে ১৮১জন এবং সাধারণ সদস্য পদে ৪৭৯জন ভোটযুদ্ধে । মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়নে ভোটার ২ লাখ ২১ হাজার ৯৭৬ জন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ দল। ছিলেন

 

পূর্ববর্তী নিবন্ধহেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমান
পরবর্তী নিবন্ধছাতকের মাতৃত্বকাল ভাতাভোগীদের প্রশিক্ষণ কর্মশালা