আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান মার্ক কোভিড-১৯ মোকাবিলায় মুখে খাওয়ার ওষুধ আনলে উৎফুল্ল হয়ে উঠেছিল গোটা বিশ্ব। করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এটি বড় অস্ত্র হবে বলে ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু সেই আশা এখন অনেকটাই ম্রিয়মান। কারণ মার্ক নিজেই জানিয়েছে, তাদের ওষুধ মলনুপিরাভির করোনাভাইরাস মোকাবিলায় যতটা কার্যকর আগে বলা হয়েছিল, প্রকৃতপক্ষে তার ক্ষমতা অতটা নয়। খবর রয়টার্সের।
চূড়ান্ত বিশ্লেষণে দেখা গেছে, মলনুপিরাভির করোনাজনিত কারণে মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ কমাতে সক্ষম। অথচ, গত অক্টোবরে প্রকাশিত তথ্যে বলা হয়েছিল, ওষুধটির কার্যকারিতা প্রায় ৫০ শতাংশ। সেই সময় ৭৭৫ জন রোগীর ওপর পরিচালিত পরীক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছিলেন গবেষকরা। তবে পরের ধাপে ১ হাজার ৪৩৩ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা যায়, ওষুধটির ক্ষমতা পূর্বধারণার চেয়ে অনেক কম।