যুক্তরাষ্ট্রকে ৩২৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। গ্রুপে বাকি দলগুলো তুলনামূলক বাংলাদেশের চেয়ে দুর্বল। সেটা মাঠেও প্রমাণ করে চলেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ের রাজধানী হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার। অপরাজিত ১৩০ রান করেছেন তিনি।

টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। আমন্ত্রণ পেয়ে প্রথমে ব্যাট করতে নেমে শারমিনের অপরাজিত ১৩০ রানের ওপর ভর করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩২২ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে বাংলাদেশের ব্যাটাররা।

পূর্ববর্তী নিবন্ধসিলেট – সুনামগঞ্জ সড়কের সদরপুর ব্রীজের এ্যাপ্রোচে ধস
পরবর্তী নিবন্ধহাফ পাশের আন্দোলন থেকে একজনকে তুলে নেওয়ার অভিযোগ