রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২২ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১৭ হাজার ৪৩৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ২১ কেজি ১০০ গ্রাম ৪৫০ পুরিয়া গাঁজা ও ২১ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৪৫
পরবর্তী নিবন্ধঢাবি ‘গ’ ইউনিটের ফল প্ৰকাশ, পাস ২১.৭৫%