পুলিশের দুটি হেলিকপ্টার কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক:

জননিরাপত্তা বিধান এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয়ের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রে বোগিনস্কি ভার্চ্যুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বাসেডর আলেকজান্ডার মান্তিটস্কি, পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা।

অপরদিকে, জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের পক্ষ থেকে মহাপরিচালক আন্দ্রে বোগিনস্কি সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজ ‌সেই ৩ বোন র‍্যাব হেফাজতে
পরবর্তী নিবন্ধঅনশনের নামে অরাজকতা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী