ইনভেস্টমেন্ট সামিটের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যাংকের নির্বাহীদের নির্দেশনা দিলেন সোনালী ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক
দেশী ও বিদেশী বিনিয়োগ ও শেয়ার মার্কেটের আস্থা অর্জন ও টেকসই করার জন্য লন্ডন এবং ম্যানচেস্টারে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্ট সামিট-২০২১ এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান ব্যাংকের নির্বাহীদের করনীয় সম্পর্কে এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন। তিনি বলেন দেশের সব খাতে উন্নয়নের জন্য নতুন নতুন ইনভেস্টমেন্ট দরকার । দেশের এগিয়ে যাওয়ার জন্য আমাদের দেশ ও দেশের বাইরে ইমেজ বাড়ানোর জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে । মতবিনিময় সভায় আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সোনালী ব্যাংক কীভাবে সক্রিয় অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় ব্যাংকের সকল নির্বাহীবৃন্দ সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ নিতে রাজি রাইদা পরিবহন
পরবর্তী নিবন্ধছাতকে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩০, আটক ২২