সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

‘সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার। আর বাংলাদেশের জন্য দুঃখজনক’।

রোববার (১৪ নভেম্বর) এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলন নিয়ে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী।

সীমান্তে বাংলাদেশি মানুষকে হত্যার বিষয়ে মন্তব্য জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার। আর বাংলাদেশের জন্য দুঃখজনক। আমরা সীমান্তে কোনো হত্যা দেখতে চায় না। দুই দেশই সীমান্তে লিথ্যল উইপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার না করতে সম্মত হয়েছে। তারপরও সীমান্ত হত্যা, আমাদের জন্য দুঃখের, আর ভারতের জন্য লজ্জার।

প্রেস কনফারেন্সে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসেই বিচারককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াকে ১৭৩ রানের চ্যালেঞ্জ দিল নিউজিল্যান্ড