বিদ্রোহীর আগুনে পুড়ছেন ছাতকের আওয়ামী লীগ প্রার্থীরা

নুর উদ্দিন : প্রচার-প্রচারণা শেষে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে বিভিন্ন কৌশলে নির্বাচনী মাঠে রয়েছেন ছাতকের ১০ ইউনিয়নের চেয়ারমান প্রার্থীরা। এখানের প্রতিটি ইউনিয়নেই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখেছেন নির্বাচন বিশ্লেষকরা। তবে সর্ব ক্ষেত্রেই মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নৌকার প্রার্থীরা। বিদ্রোহীদের কারণে আবার বেশ কটি ইউনিয়নে নৌকার ভরাডুবির সম্ভাবনাও দেখছেন তারা। আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় না আসলেও প্রায় সিংহভাগ ইউনিয়নে বিএনপি, জামাত ও অন্যান্য দলের সমর্থিত প্রার্থী রয়েছেন। এ নির্বাচনে প্রতি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়নে নির্বাচন করার প্রত্যাশায় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যারা নৌকার মনোনয়ন চেয়েও পাননি, তাদের অনেকেই দলীয় প্রার্থীর গলার কাঁটায় পরিণত হয়েছেন বলে সাধারণ ভোটাররা মনে করছেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ থেকে ছাতকের ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হবে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫টি ইউনিয়নে ত্রিমুখী, ৪টি ইউনিয়নে দ্বিমুখী এবং একটিতে চতুর্মুখী লড়াই হবে বলে ধারণা করছেন নির্বাচন বিশেষজ্ঞরা।
২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সিংহভাগই সরকার দলীয়। অনেকেই দলীয় মনোনয়ন না পেয়ে চেয়ারম্যান পদে বিদ্রোহী হয়েছেন।
ছাতক সদর ইউনিয়নে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম বিগত নির্বাচনে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। এ বছর দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছেন তিনি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রঞ্জন কুমার দাসের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনি। এ ইউনিয়নে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও ভোটাররা বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামকেই এগিয়ে রেখেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আছাদ আহমদ টিটুও রয়েছেন আলোচনায়।
খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদকে সাধারণ ভোটাররা এগিয়ে রাখলেও, স্বতন্ত্র প্রার্থী শামসুল ইসলাম খান ও বিদ্রোহী প্রার্থী অ্যাড. মনির উদ্দিনের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে অল্প ভোটের ব্যবধানে ফলাফল নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে।
ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে লড়াই হবে ত্রিমুখী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হেকিম, সাবেক চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল (জামাত), স্বতন্ত্র প্রার্থী মাওলানা আকিক হুসাইনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন এলাকার ভোটাররা। এ ইউনিয়নে আওয়ামী লীগের একটি বড় অংশ সাথে থাকায় মাওলানা আকিক হুসাইনকেই এগিয়ে রেখেছেন নির্বাচন বিশ্লেষকরা। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলামও রয়েছেন নির্বাচনী আলোচনায়।
কালারুকা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান অদুদ আলমের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম। নির্বাচনী ফলাফল এ দু’প্রার্থীর মধ্যেই হওয়ার সম্ভাবনা দেখছেন এলাকার সাধারণ ভোটাররা। তবে স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিম আরাফাত মিয়া একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী। এখানেও লড়াই হবে ত্রিমুখী। আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান গয়াস আহমদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন নানু মিয়া (বিএনপি) ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। তবে ফলাফল গয়াছ আহমদ কিংবা নানু মিয়ার পক্ষে যাওয়ার সম্ভাবনা অনেকটাই জোরালো।
দোলারবাজার ইউনিয়নে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে লড়াই হবে ত্রিমুখী। আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান শায়েস্থা মিয়ার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নুরুল আলম (বিএনপি) ও বিদ্রোহী প্রার্থী আমির উদ্দিন। এখানে বিদ্রোহীর আগুনে নৌকার ভরাডুবির আশঙ্কা করছেন দলীয় নেতা-কর্মীরা। আরেক বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনও রয়েছেন আলোচনায়।
৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চরমহল্লা ইউনিয়নে। বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাত (বিএনপি) এর সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া। এ ইউনিয়নের সাধারণ ভোটাররা বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাতকেই রেখেছেন এগিয়ে। খুরমা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির এবং ৩ বিদ্রোহীসহ ৬ প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। সাধারণ ভোটারদের মতে এ ইউনিয়নে লড়াই হবে ত্রিমুখী। আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মছব্বিরের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিদ্রোহী প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম হাসান। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী আব্দুল খালিক ও জয়নাল আবেদীনও রয়েছেন আলোচনার শীর্ষে।
গোবিন্দগঞ্জ-ছৈদেরগাঁও ইউনিয়নে ৩ প্রার্থীই সমানে-সমান। আওয়ামীলীগ প্রার্থীর সাথে দু’ বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন এ প্রতিক্ষায়ই রয়েছেন এ ইউনিয়নের সাধারণ মানুষ। বর্তমান চেয়ারম্যান আখলাকুর রহমান বিগত নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। এ বছর দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছেন তিনি। বিগত নির্বাচনের মতই এ বছরও আওয়ামী লীগের মনোনয়ন পান সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী। এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছেন। সাধারণ ভোটাদের মতে নির্বাচনী প্রচার-প্রচারণায় কিছুটা এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান আখলাকুর রহমান।
উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাউয়াবাজার ইউনিয়নে। নির্বাচন বিশ্লেষকদের মতে এ ইউনিয়নে লড়াই হবে চতুর্মুখী। বর্তমান চেয়ারম্যান মুরাদ হোসেন এ বছরও বিদ্রোহী প্রার্থী হয়ে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিগত নির্বাচনের মতই এ বছরও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব নুরুল ইসলাম। এ ইউনিয়নেও দু’বিদ্রোহীর আগুনে পুড়ছেন নৌকার প্রার্থী। বিদ্রোহী প্রার্থী হিসেবে রেজা মিয়া তালুকদার ও বর্তমান মেম্বার আব্দুল হক রয়েছে প্রতিদ্বন্দ্বিতায়। এ ইউনিয়নের ভোটারদের মতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুরাদ হোসেন, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেম্বার আব্দুল হক ও স্বতন্ত্র প্রার্থী আফরোজ আলীর মধ্যেই ফলাফল হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এ ছাড়া আল আমিন (বিএনপি), স্বতন্ত্র প্রার্থী আসাদুল হক মঞ্জু, ফারুক আহমদ, আছাদুর রহমান, লায়েক আহমদ ও সুবেদ আহমদ রাজন রয়েছেন আলোচনায়।
পূর্ববর্তী নিবন্ধরেইনট্রিতে ধর্ষণ: সাফাতসহ ৫ জনের রায় বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধছাতক-দোয়ারাবাজার ইউনিয়ন নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৭ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট