নিজস্ব প্রতিবেদক:
জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্য নানা ইস্যু তৈরি করছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপিকেই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে হবে, অন্য কেউ আসবে না।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপিকেই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে হবে, অন্য কেউ এগিয়ে আসবে না।
ফখরুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে সরকার। এখন রাস্তায় পরিবহন নেই, পথে পথে ভোগান্তি। সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, এই সরকারকে হটানো ছাড়া সংকট নিরসনের কোনো বিকল্প নেই। সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান মির্জা ফখরুল।
সরকারের সমালোচনা করে এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সরকার আরোপিত ইস্যু তৈরি করছে জনগনের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্য। নিজেরা পূজামণ্ডপ ভেঙ্গেছে, আর মামলা দিচ্ছে বিএনপি নেতা কর্মীদের নামে। সরকার পতনের কোনো বিকল্প নেই।