বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বার্জুয়ান

স্পোর্টস ডেস্ক:

বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে হারের পর বরখাস্ত করা হয়েছে স্প্যানিশ কোচ বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানকে। এখন তার জায়গায় অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে সার্জি বার্জুয়ানকে।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবরটি জানিয়েছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। মূলত নতুন হেড কোচ পাওয়ার আগপর্যন্ত বার্সেলোনার মূল দলের দায়িত্বে থাকবেন ৪৯ বছর বয়সী বার্জুয়ান।

বার্সেলোনার বিবৃতিতে বলা হয়েছে, ‘সাময়িক সময়ের জন্য বার্সা বি দলের বর্তমান হেড কোচ সার্জি বার্জুয়ান মূল দলের দায়িত্ব গ্রহণ করবেন। পূর্ণাঙ্গ মেয়াদে নতুন কোচ পাওয়ার আগপর্যন্ত মূল দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন তিনি।’

আজই বার্সেলোনার অনুশীলনে দলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে বার্জুয়ানকে। এসময় উপস্থিত থাকবেন ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। পরদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন বার্সেলোনার অন্তর্বর্তীকালীন এই কোচ।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ১৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধহেনস্তার জবাবে পরিচালককে ক্ষমা চাইতে বাধ্য করেন এষা