গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি : নানা কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি পালিত হয়েছে। কোটালীপাড়া উপজেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।
“মুজিব বর্ষের প্রতিশ্রুতি-জোরদার করি দূর্যোগ প্রস্তুতি” এ প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা পরিষদ চত্ত্বরে অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া দেয় কোটালীপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা ও কর্মীরা। পরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ। এ সভায় উপজেলা ভাইস চেয়ারম্যানসহ কর্মকর্তা ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া মুকসুদপুর উপজেলায় অনুরুপ কর্মসুচী পালিত হয়েছে। মুকসুদপুর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার ফাইজুল ইসলাম জানান মুকসুদপুরে অগ্নিকান্ড ও ভুমিকম্প প্রতিরোধে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার মোশারেফ হোসেন প্রমুখ।

 

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জের রোগী ও প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপবৃত্তির ও অনুদানের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধবাবা-মা-ছেলের ক্ষতবিক্ষত লাশ মিলল ঘরে