মুকসুদপুরে নিষিদ্ধ মাছ জব্দ ও এতিমদের মধ্যে বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি):

গোপালগঞ্জের মুকসুদপুরে ১শ ৬০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর ও নিষিদ্ধ পিরহানা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার সকালে উপজেলার সদর বাজারে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের রহমান রাশেদের নির্দেশে জব্দকৃত নিষিদ্ধ মাছ নস্ট এবং খাদ্যপোযোগি এসব মাছ এতিমখানায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের রহমান রাশেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোশারফ হোসেন, যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলাল সাহা প্রমুখ।

উপজেলা মৎস্য অফিসার খায়রুল ইসলাম জানান, পিরানহা ও আফ্রিকান মাগুর চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এসব নিষিদ্ধ মাগুর মাছ বিক্রির অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৫(২) বিধি ১৮ মোতাবেক ১৬০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করে সাতটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

 

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের শারজাহ শাখা নতুন ভবনে উদ্বোধন করলেন ব্যাংকের চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে তথ্য অফিসের উদ্যোগে চলচিত্র প্রদর্শণী পুরস্কার বিতরন