নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাস, চাঁদাবাজ, ভমিদস্যু, চিহ্নিত মাদক ব্যবসায়ী-এমন বিতর্কিত অপকর্মকারীদের দলে ঠাঁই না দেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, নিজের লোক বাড়ানোর জন্য খারাপ লোকদের টেনে আনবেন না। এই খারাপ লোকেরা বসন্তের কোকিল। তাদের দলের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না।
সোমবার( ১১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তরের ২৯ নং ইউনিট সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। এর আগে সম্মেলন উদ্বোধন করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দলের দুঃসময় এলে দলের খাটি কর্মীরাই থাকবে। খারাপ লোকেরা-বিতর্কিত ওইসব লোকেরা থাকবে না। সেজন্য এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। যতো ভালো মানুষ আওয়ামী লীগে আসবে ততো, দল ততো শক্তিশালী হবে।’
‘আমরা আওয়ামী লীগকে আরো আধুনিক, সুশৃঙ্খল, সুসংগঠিত, আরো স্মার্ট পার্টি হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই শেখ হাসিনার নেতৃত্বে।’
এ সময় সরকারের উন্নয়ণ কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ সভাপতি সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।