তুরাগে ট্রলারডুবি : শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন শিশু ও এক নারীসহ মোট চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে তিনজন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

তিনি জানান, ফায়ার সার্ভিস নিখোঁজ তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনও অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, আমরা সকাল ৮টার দিকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। ইতোমধ্যে এক নারীসহ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে। ট্রলারটির অবস্থান শনাক্ত করা গেছে। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। বাকিদের না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

পূর্ববর্তী নিবন্ধরূপপুর পারমাণবিক প্রকল্পের চুল্লি বসছে কাল
পরবর্তী নিবন্ধবিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে