গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা জেলা প্রশাসনের

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলার সকল দপ্তরের সার্বিক উন্নয়ন, করনীয় ও পরিকল্পনা নিয়ে জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সভায় গোপালগঞ্জ জেলার স্বাস্থ্য, বিদ্যুৎ, ভূমি অধিগ্রহন শাখা, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের অনিময় এবং খাল খনন, গ্রামীন অবকাঠামো নির্মানসহ সড়ক যোগাযোগের বিষয়ে বর্তমান অবস্থা, করনীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার তালুকদার, রির্পোটার্স ফোরামের সাধারন সম্পাদক এসএম নজরুল ইসলাম, কালের কন্ঠের প্রসুন মন্ডল, গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ মিরাজুল হক, সৈয়দ মুরাদুল ইসলাম, এসএ টিভির বাদল সাহা, দৈনিক অর্থনীতির কাগজের সরদার মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক ঢাকা ইস্ট ও নর্থ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকরোনার ভ্যাকসিন তৈরির পর বিদেশেও রপ্তানি করবো: স্বাস্থ্যমন্ত্রী