মুকসুদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি: নানান কর্মসুচীর মধ্যদিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও খাবার বিতরন।
২৮ সেপ্টেম্বর সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাতিত্ব করেন এ্যাড আতিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রবিউল আলম শিকদারের সঞ্চলনায় ওই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, গোবিন্দপুর আওয়ামী লীগ ইলিয়াস হোসেন এবং মহসিন মুন্সী মিটু।

শেখ হাসিনার ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং পররাস্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি বার্তায় বলেন ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল থাকায় আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়ার প্রায় সব দেশের ওপরে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব, সময়োচিত পদক্ষেপ, মানুষের জন্য আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা, অর্থনীতিকে বাঁচানোর জন্য অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা এবং বাস্তবায়নের কারণে দেশে সাড়ে ৬ মাসে অনাহারে একজন মানুষেরও মৃত্যু হয়নি, খাদ্যের জন্য কখনো কোথাও হাহাকার হয়নি। তিনি আরও বলেন আবারো আপনার বলিষ্ঠ, দূরদর্শি, সময়োপযগি ও সঠিক নেতৃত্বের মাধ্যমে এই করোনার ক্রান্তিকালেও, আপনি বিশ্বদরবারে বাংলাদেশ-কে করেছেন সম্মানিত ও উজ্জল। আপনি যে বঙ্গবন্ধু কন্যা হারতে শেখেননি, দৃঢতা ও সাহসিকতার সাথে সকল প্রতিকুলতা পার করে শুধু এগিয়ে যেতে শিখেছেন, সাথে এগিয়ে দিচ্ছেন এদেশের আজ ও আগামীকে বঙ্গবন্ধু কন্যা আপনাকে অভিনন্দন। বঙ্গবন্ধু কন্যা আপনাকে অভিনন্দন

ওই সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শাহ আকরাম জাফর, যুগ্ম সম্পাদক, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন মুন্সী, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, ধর্ম সম্পাদক শফিকুজ্জামান সবুজ, শিক্ষা বিষয়ক সম্পাদক খন্দকার পারভেজ আলম, স্বাস্থ্য সম্পাদক নুুরুল ইসলাম জুননু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কল্যান দাস, শ্রমিক লীগের কামরুজ্জচামান কামাল, ছাত্র লীগ সভাপতি শাওন আশরাফ বোরহান। অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়াম লীগের এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধমুফতি কাজী ইব্রাহীম আটক
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় আরও ২১৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি