এ বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক:

করোনা মহামারির কারণে এ বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনার কারণে গত বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা বিশ্বে নেতৃত্ব দেওয়ার যোগ্য
পরবর্তী নিবন্ধই-কমার্স থেকে অর্থপাচার: পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট