জনগণের তথ্য পাওয়ার অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে

ফেনীতে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা বলেছেন, তথ্য পাওয়া মানুষের অধিকার- সরকারের উচিৎ তা নিশ্চিত করা। রাষ্ট্রের কাছে কথা বলার অধিকার চায় মানুষ। আইনে তথ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার বিধান, আইনের পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ এর ধারাসহ বাকস্বাধীনতার পরিপন্থী অন্যান্য ধারা বাতিল, তথ্য পাওয়ার ক্ষেত্রে আলাদা ডেস্ক তৈরী ও অনলাইন ব্যবস্থা চালু করার দাবী জানান তারা।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সোমবার ফেনী শহরের ফুড ল্যান্ড চাইনীজ রেস্টুরেন্টে গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক রফিক রহমান ভূঞা, সরকারি জিয়া মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনির, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আবু তাহের। মূল প্রবন্ধ পাঠ করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক সৈয়দ নাসির উদ্দিন।
সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি এডভোকেট লক্ষন বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ডা: সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, আইনজীবী মাহফুজুর রহমান, আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, বন্ধুর বন্ধনের সাধারণ সম্পাদক জিএম তাজ উদ্দিন পলাশ, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঞা, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, বিটিভি প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, মানবজমিন ও বিডি নিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক সংবাদ প্রতিনিধি শাবিহ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক সমর দেবনাথ, জাতীয় কবিতা পরিষদ সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, আমাদের অর্থনীতি প্রতিনিধি শাহজালাল ভূঞা, সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, সাপ্তাহিক ফেনীর আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা, উন্নয়ন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী কিশান মোশাররফ, তরুণ সংবাদকর্মী ও সংগঠক হোসাইন আরমান, সাংস্কৃতিক কর্মী আবদুস সালাম ফরায়জী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে? বিএনপিকে কাদের
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, এইচএসসি ২ ডিসেম্বর