স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় চালান নিয়ে বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

নিজস্ব ডেস্ক:

স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় চালান সিষ্টেম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এবং অগ্রণী ব্যাংক এর মধ্যে বাংলাদেশ ব্যাংক এর জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নর আহমেদ জামাল। অগ্রণী ব্যাংক এর এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক এর মহাব্যবস্থাপক মোঃ ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক নুরুন নাহার, অগ্রণী ব্যাংক এর মহাব্যবস্থাপক ও সিএফও মোঃ মনোয়ার হোসেন এফসিএ, আইটি এন্ড এমআইএস ডিভিশনের প্রধান মহাব্যবস্থাপক এনামুল মাওলা, উপ-মহাব্যবস্থাপক আবু হাসান তালুকদার ও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীগণ ও কমকর্তারা ।

এ চুক্তির ফলে অগ্রণী ব্যাংক এর ৯৬০টি শাখা পাসপোর্ট ফি, ভ্যাট, আয়কর এবং অন্যান্য ফি সংগ্রহ করে সরকারী ট্রেজারীতে জমা করতে পারবে। এছাড়াও এ প্রক্রিয়ার মাধ্যমে রিয়েল টাইম যাচাই করা এবং চালানের অর্থের যথার্থতা যাচাই করা সম্ভব হবে। সরকারের রাজস্ব আদায় সহজ হবে এবং গ্রাহকদের ভোগান্তিও কমে যাবে।

 

পূর্ববর্তী নিবন্ধব্রিফকেসবন্দী ২১০ পত্রিকার ডিক্লারেশন বাতিল হচ্ছে
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৪৪