ডেঙ্গু আক্রান্ত আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১১ জন এবং ঢাকার বাইরে ৬৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন। আর সেপ্টেম্বর মাসে মোট রোগী ভর্তি হয়েছেন ৫ হাজার ৬২০ জন।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৭২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছে ৮৫৭ জন, আর বাকি ২১৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজার ৯৭৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৪ হাজার ৮৪৫ জন।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু মোকাবিলায় বিশ্ব নেতাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধটেকসই ভবিষ্যতের জন্য সাহসী-জোরালো পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর