টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়। এবার ব্যবধান দ্বিগুণ করার পালা বাংলাদেশের। মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগাররা।

শেরে বাংলায় আজ টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের সহজ জয় পায় মাহমুদউল্লাহর দল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলের একাদশ-

বাংলাদেশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স ও হামিশ ব্যানেট

পূর্ববর্তী নিবন্ধমার্কেটের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপুলিশ যখন সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে সব শেষ