শোক দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে দুঃস্থদের মাঝে জনতা ব্যাংকের খাদ্য সহায়তা

??????

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহিদের আত্মার শান্তি কামনায় দো’য়া ও কোভিড-১৯ পিড়িত আয় বঞ্চিত অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। (২২ আগস্ট)রোববার বিকেলে কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল সরকারি কলেজ মিলনায়তনে জনতা ব্যাংকের পক্ষ হতে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে জনতা ব্যাংক কিশোরগঞ্জ এরিয়া অফিসের এজিএম-ইনচার্জ মোবারক হোসেন সরকারের সভাপতিত্বে ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান খান সম্মানীয় অতিথি এবং উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনতা ব্যাংকের ব্যাংকের স্থানীয় নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএবার ইউএনও-ওসির বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধকরোনায় একদিনে আরও ১৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৮০৪