করোনা আক্রান্ত খন্দকার মাহবুব

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভাইস চেয়ারম্যান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) তিনি নিজেই জানান, করোনা আক্রান্ত হলেও তিনি এখন সুস্থ আছেন।

দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
তার জুনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল জানান, স্যার করোনা পজিটিভ। তবে সুস্থ আছেন।

জানা গেছে, খন্দকার মাহবুব হোসেন গত সোমবার করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ এলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।
খন্দকার মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্য্ন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান। তার পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। ওই আসন থেকে এর আগেও অন্য দল থেকে একাধিক বার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ টিকা প্রয়োগ
পরবর্তী নিবন্ধময়মনসিংহ মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু