নিজস্ব ডেস্ক:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় পৌর যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব, আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির মাস্টার, পৌর আওয়ামী যুবলীগ নেতা আসাদুজ্জামান কানন, মিরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ সাগর, মিরকাদিম পৌর ছাত্রলীগ নেতা নির্জর আহমেদ পল্লবসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।