পদ্মা সেতুতে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, অতীতে পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো এ সেতুর পেছনে দেশ-বিদেশে ষড়যন্ত্র লেগে আছে। শর্ষের মধ্যে ভূত আছে কিনা তাও গভীরভাবে খতিয়ে দেখা হবে।

ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মা সেতুর মূল অগ্রগতি ৯৪.২৫ শতাংশ। আর্থিক অগ্রগতি ৯০.১৮ শতাংশ। সার্বিক অগ্রগতি ৮৭.২৫ শতাংশ।

এ সময় সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচীনের উপহারের আরও ১০ লাখ টিকা ঢাকায়
পরবর্তী নিবন্ধএকদিনে করোনায় ১৯৭ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৬৫