মুকসুদপুরে অবৈধ বলু উত্তোলনে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন বলু উত্তোলন করার ভ্রাম্যমান আদালত ৫০হাজার টাকা জরিমানা করেছে । ১০ আগস্ট মঙ্গলবার দুপুরে । মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মোঃ আলাউল ইসলাম। উপজেলার বহুগ্রাম ইউনিয়নের খাগড়াডাঙ্গা ব্রিজের পাশে বালুমহল নামে পরিচিত প্রায় ৩ বিঘা জমিতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে হরিনা হাটি গ্রামের মৃত্যু মোঃউজির মিয়ার ছেলে মোঃমিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বলু উত্তোলনের স্থানে গিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০এর উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা অর্থদন্ড প্রধান করেন বালু উত্তোলনের ব্যবহিত মেশিন ও পাইপ অপসারণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপিএসজিতে মেসিকে স্বাগত জানালেন নেইমার
পরবর্তী নিবন্ধপরীমণি-সাকলাইনের ভিডিও ভাইরাল