২৪ ঘণ্টায় আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১৮ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছেন ২০৮ জন।

এ নিয়ে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৫ জনে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৮ জন। তাদের মধ্যে ঢাকায় ২০৮ জন এবং ঢাকার বাইরে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় এক দিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধ১ মাসের মধ্যে ১ কোটি ৪ লাখ টিকা আসবে: পররাষ্ট্রমন্ত্রী