স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে শুরু হয়েছে মাঠের লড়াই। মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া-
প্রথম ওভারের একদম প্রথম বলেই উইকেট নিয়ে নিয়েছিলেন মেহেদি হাসান। দ্বিতীয় ওভারে এসে সেই ধারা ধরে রাখেন নাসুম আহমেদ। সাকিবই বা তৃতীয় ওভারে এসে বাদ থাকবেন কেন? তিনি সাজঘরে ফিরিয়েছেন মাত্র এক রান করা ময়শিস হ্যানরিক্সকে। ১২ রানেই তিন উইকেট হারিয়েছে অজিরা।
অজিরা চাপে
শুরুর পথটা দেখিয়েছিলেন মেহেদি হাসান। সেই পথ ধরে উইকেট পেলেন নাসুম আহমেদও। অ্যালেক্স ক্যারির পর সাজঘরে ফেরত গেছেন জশুয়া ফিলিপে। মাত্র ১১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে অজিরা।
প্রথম বলেই উইকেট
সংগ্রহটা খুব বেশি বড় নয় বাংলাদেশের। বোলারদের ভালো বোলিংটা তাই জরুরি। স্পিনার মেহেদি হাসানের ওপর ভরসা রাখলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের ভরসার প্রতিদান তিনি দিলেন ইনিংসের একদম প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে বোল্ড করে।
বাংলাদেশের সংগ্রহ ১৩১
দুই ওপেনার শুরুটা ভালো করতে পারেননি। সেই ধাক্কা শেষ অবধি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। শেষ অবধি নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে থেমেছে ১৩১ রানে।
ফিরলেন সাকিব
সাকিব খেলছিলেন অনেকক্ষণ ধরেই। কিন্তু ব্যাটে-বলে টাইমিংটা করতে পারছিলেন না ঠিকঠাক। শেষ পর্যন্ত ফিরলেন সাজঘরেও। ৩৩ বলে ৩৬ রান করে। তার আগেই অবশ্য দলীয় ১০০ রান পার করেছে বাংলাদেশ।
ফিরে গেলেন রিয়াদ-সোহানও
এমনিতেই বাংলাদেশের রানটা বাড়ছিল না। তার ওপর যাচ্ছিল উইকেট। হাল ধরতে পারেননি নুরুল হাসান সোহান ও মাহমুদউল্লাহ রিয়াদও। ২০ বলে ২০ রান করে রিয়াদ ও ৪ বলে ৩ রান করে সাজঘরে ফেরত গেছেন সোহান।
পঞ্চাশ পার করল বাংলাদেশ
ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়েছিলেন নাঈম শেখ। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৯ বলে ২ রান করে ফিরেছিলেন সৌম্য সরকার এরপর নাঈমও ফেরেন ২৯ বলে ৩০ রান করে। তবে এই দুইজনকে হারালেও পঞ্চাশ পার করেছে বাংলাদেশ।
সিরিজের আগে থেকেই জানিয়ে দেওয়া ছিল, ছক্কা গ্যালারিতে গিয়ে পড়লে মাঠে আনা হবে নতুন বল। সে ঘোষণা বাস্তবায়নই হলো মোহাম্মদ নাঈমের দ্বিতীয় ছক্কায়।
ইনিংসের প্রথম ছক্কাটা এসেছিল মিচেল স্টার্কের বলে। সেবার বলটা গিয়ে আছড়ে পড়ে মাঠের পাশে বিজ্ঞাপন বোর্ডে। সে যাত্রায় তাই ডাক পড়েনি চতুর্থ আম্পায়ারের। তবে খুব বেশি অপেক্ষা অবশ্য করতে হয়নি। সেই স্টার্কের বলেই নাঈমের দ্বিতীয় ছক্কা গিয়ে পড়ল গ্যালারিতে। নতুন বলের ডাক পড়ল তাতেই, মাঠে আসতে হলো চতুর্থ আম্পায়ারকে।
ফিরলেন সৌম্য
শুরু থেকেই খেলতে পারছিলেন না ঠিকঠাক। তবুও আশা ছিল হয়তো সময়ের সঙ্গে মানিয়ে নেবেন। কিন্তু সৌম্য সরকার আউট হয়েছেন রীতিমতো ‘আত্মাহুতি’ দিয়ে। হ্যাজলউডের লেগ স্টাম্পের বাইরের বল ব্যাটে লাগিয়ে নিয়েছেন স্টাম্পে। ফিরেছেন মাত্র ২ রান করে, খেলেছেন ৯ বল।
৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৯। উইকেটে নাঈমের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।