মুকসুদপুরে ২হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পোড়ানো হয়

মুকসুদপুর গোপালগঞ্জ দেলোয়ার হোসেন:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ও উজানী ইউনিয়নের চান্দার বিল এলাকা থেকে ১৬ টি চায়না জাল ও ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উপজেলা মৎস বিভাগে জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ফেলে। মুকসুদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম বলেন, উপজেলার চান্দার বিল এলাকায় অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
১আগস্ট রবিবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬ টি চায়না জাল ও ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। মৎস্য সংরক্ষন আইনের ১৯৪০ এর (৩) এর উপধারার (ক) এর (অ) এবং কারেন্ট জালের ৪ এর ক ধারা অনুযায়ী অবৈধ্য কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। আইন অনুযায়ী সব ধরনের কারেন্ট জাল নিষিদ্ধ। দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে নিষিদ্ধ কারেন্ট জালের বিাংদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে বিদ্যমান মৎস্য আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধত্রিপক্ষীয় চুক্তিতে চীনের সঙ্গে যৌথ টিকা উৎপাদন
পরবর্তী নিবন্ধবিধিনিষেধ আরও ৭ দিন, কিছু বিষয়ে শিথিল চূড়ান্ত কাল