কাশিয়ানীতে পৃথক অভিযানে গাজাসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে থানা পুলিশের পৃথক অভিযানে গাজাসহ ৪ ব্যবসায়ীতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার উপজেলার বুধপাশা, রাজপাট ও জয়নগর বাজার এলাকা থেকে গাজাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

জানাগেছে, মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামের হোসেন আলী শিকদারের ছেলে অসিম শিকদার (৩৫) ও তার স্ত্রী সুর্বনা (২৮) দীর্ঘদিন যাবত কাশিয়ানী উপজেলার রাজপাট ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে গাজা বিক্রি করে আসছিলো। মঙ্গলবার কাশিয়ানী থানার এসআই আলমগীর কবীর, এসআই গণেশ বিশ্বাস, এএস আই শাহাদত হোসেন, মিজানূর রহমান, মনিতোষ মজুমদার, ক্রেতা সেজে তাদেরকে
এছাড়া কাশিয়ানী উপজেলার বুধপাশা গ্রামের শিপন মিয়ার স্ত্রী চৈতালী আক্তার (৩১) তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে থানার এসআই নূরুল ইসলাম।
অপরদিকে,থানার এসআই দেওয়ান সাদেকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়নাগর বাজার এলাকায় অভিযান চালিয়ে নাওরাদোলা গ্রামের মৃত- আওয়াল শেকের ছেলে গাজা ব্যাবসায়ী মোঃ রিজাউল শেক (৫২) কে ১০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে।

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপনে অর্থায়ন করছে ভারত