তাসখন্দে মোমেন ও জয়শঙ্করের বৈঠক

নিজস্ব ডেস্ক:

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর টুইটারে জানান, তাসখন্দে সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পেরে আমি খুশি। বৈঠকে আমরা কানেকটিভিটিসহ দুই দেশের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেছি।

তাসখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ১৪ জুলাই উজবেকিস্তান গেছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত ছাড়াও চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন।

তাসখন্দের সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী ১৯ জুলাই ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রকে সুসংহত করতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত সহায়ক’
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ২২৬ জনের মৃত্যু,শনাক্ত ১২২৩৬