বরিশালে মডার্নার টিকা দেওয়া শুরু

জেলা প্রতিনিধি:

সারাদেশের মতো মঙ্গলবার (১৩ জুলাই) থেকে বরিশাল নগরে যুক্তরাষ্ট্রের মডার্না টিকা দেওয়া শুরু হচ্ছে।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বরিশাল সিটি করপোরেশর জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরবরাহে সল্পতার কারণে বরিশাল সিটি কর্পোরেশন ৬টি টিকা কেন্দ্র থেকে মডার্নার টিকাদান কার্যক্রম পরিচালনা করবে। টিকা সরবরাহ বৃদ্ধি পেলে নগরবাসীর ভ্যাকসিন গ্রহনের সুবিধার্থে নগরের ৩০টি ওয়ার্ডেই টিকার বুথ স্থাপন করে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে।

বর্তমানে যে ৬টি টিকাকেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন নগরবাসী সেগুলো হলো, নগরের আমানতগঞ্জ এলাকার হলিং বেরি রেড ক্রিসেন্ট, বিএম স্কুল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়ার নগর মাতৃসদন কেন্দ্র, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, বিবির পুকুর সংলগ্ন অ্যানেক্স ভবন এবং নগরের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়।

টিকার রেজিস্ট্রেশন যে কেন্দ্রেই হোক নগরবাসীকে নিকটস্থ যেকোনো কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধপিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদের নাম প্রকাশ করলেন হাইকোর্ট
পরবর্তী নিবন্ধরাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ