ষষ্ঠ দিনে র‌্যাবের অভিযানে ৪১৫ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক না পরা, মোটরসাইকেলে দুই জন আরোহণ করাসহ বিভিন্নভাবে বিধিনিষেধ অমান্য করার অভিযোগে সারাদেশে ৪১৫ জনকে ২ লাখ ৩৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউনের ষষ্ঠ দিনে মঙ্গলবার (৬ জুলাই) র‌্যাবের ৫০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘১৯১টি টহল টিম ও ২০৭টি চেকপোস্ট পরিচালনা ছাড়াও দেশব্যাপী র‌্যাবের ১৫টি ব্যাটেলিয়ানের অধীনে ৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে দুস্থ এবং গরিবদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী র‌্যাবের ভ্রাম্যমাণ এই আদালতগুলো পরিচালিত হচ্ছে।’

উল্লেখ্য, গত ৫ দিনে সারাদেশে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ১৪৬০ জনকে জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাউথ বাংলা ব্যাংকের সঙ্গে ডিএসই ও সিএসই’র চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধরাজধানীতে ষষ্ঠ দিনে গ্রেফতার ৪৬৭, জরিমানা সাড়ে ২৭ লাখ