ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

নিজস্ব ডেস্ক:

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি।

লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৪ জুন) তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

তিউনিসিয়ার কোস্টগার্ড বলছে, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি এবং ৩ জন মিসরীয় নাগরিক। অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তারা সাগরে ভাসছিলেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখুলনা বিভাগে ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৫০ হাজার ছাড়াল
পরবর্তী নিবন্ধসপ্তাহ ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন আড়াই হাজার কোটি টাকা