জুলাইয়ে চীনের, অক্টোবরের পর আসতে পারে ভারতের টিকা

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আগামী জুলাই মাসে চীন আর অক্টোবরের পর ভারত থেকে টিকা আসতে পারে।

রোববার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব বলেন, আমরা আশা করছি, জুলাই মাসে চীন থেকে টিকা আসবে। সিনোফার্মের টিকার জন্য জুলাই মাসে চুক্তি সই হতে পারে।

এক প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন জানান, আগামী অক্টোবরের পর ভারত থেকে টিকা আসতে পারে। রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান সচিব।

পূর্ববর্তী নিবন্ধটিকা নিলেও মাস্ক পরতে হবে : বিএসএমএমইউ ভিসি
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরও ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৪১