নিজস্ব প্রতিবেদক: বীমা সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)’র সঙ্গে মতবিনিময় করবেন বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, এফসিএ।
বিজ্ঞাপন
আগামীকাল রোববার (২০ জুন) বেলা ১১টায় অনলাইন প্লাটফর্মে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় দেশের বীমা খাতের সমস্যা ও সম্ভাবনা পাশাপাশি খাতটির উন্নয়নে বীমা সাংবাদিকদের ভূমিকা এবং নিয়ন্ত্রক সংস্থার করণীয় বিষয়ে আলোচনা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সভাপতি গোলাম মওলা। সভা পরিচালনা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। বিভিন্ন টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন পোর্টালে কর্মরত বীমা সংবাদিকরা এতে অংশ নেবেন।