প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ২ কোটি টাকা দিল সাইফ পাওয়ারটেক

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাধীন করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্সে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর মেসার্স সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

বৃহস্পতিবার (১০ জুন) গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন তিনি।

ভবিষ্যতেও দেশের প্রয়োজনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তরফদার মো. রুহুল আমিন।

উল্লেখ্য, সাইফ পাওয়ারটেক পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান। কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা মেডিকেলের ২৪ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ব্যবসা-বাণিজ্যে সমস্যা হয় না: প্রধানমন্ত্রী