সাতক্ষীরায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলায় এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে জেলাব্যাপী সাত দিনের লকডাউন কার্যকর করা হবে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন- সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদসহ সংশ্লিষ্টরা।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার (৫ জুন) থেকে সাত দিন জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলে নেতানিয়াহু যুগের অবসান, গঠিত হচ্ছে নতুন সরকার
পরবর্তী নিবন্ধশাস্তি না হওয়ায় নারী নির্যাতন-ধর্ষণ বেড়েই চলেছে : হাইকোর্ট