ঢাকায় পৌঁছাল ফাইজারের টিকা

নিজস্ব প্রতিবেদক:

দেশে পৌঁছেছে ফাইজারের টিকা। সোমবার (৩১ মে) রাত ১১টা ১৩ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পাঠানো এই ১ লাখ ৬০২ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপলয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, মহাখালীতে অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির হিমাগারে এসব টিকা রাখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে, এ পর্যন্ত দেশে টিকা এসেছে সেরাম থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ ডোজ। একই প্রতিষ্ঠানে তৈরি একই টিকার আরো ৩২ লাখ ডোজ ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে চীন সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া গেছে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা।

পূর্ববর্তী নিবন্ধভারতে আক্রান্ত সোয়া লাখ, মৃত্যু ৩ হাজারের নিচে
পরবর্তী নিবন্ধঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল সভাপতিসহ আহত ২০