রাজধানীর কিছু এলাকায় সোমাবর (৩১ মে) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গ্যাস শাটডাউন কাজের জন্য সোমাবর (৩১ মে) সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পতা বিরাজ করতে পারে।
এসব এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয় সংস্থাটির পক্ষ থেকে।