ভারতীয় সীমান্ত বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত

নিজস্ব ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আগরতলার বাংলাদেশ মিশন।

ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় আজকে পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে সীমান্ত বন্ধ থাকলেও অনাপত্তিপত্র নিয়ে বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন। করোনার কারণে ২৬ এপ্রিল থেকে দুই দেশের সীমান্ত বন্ধ রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলা লিগার শিরোপা অ্যাটলেটিকোর
পরবর্তী নিবন্ধ৫৪ হাজার নিবন্ধনধারীর নিয়োগের স্থগিতাদেশ এক সপ্তাহ বাড়ল