জেলা প্রতিনিধি:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। আইনের যে ধারা আছে, সে ধারা অনুযায়ী দেশ চলে। আইন দেশের বিশৃঙ্খলা থামিয়ে রাখে, মানুষকে সাহায্য করে। একটি দেশ তখনই ভালো চলে, যেখানে আইনের শাসন আছে। যে দেশে আইনের শাসন নেই সে দেশ সোমালিয়া হবে। কাজেই আইনের প্রতি আমাদের আস্থাশীল হতে হবে।’
শনিবার (২২ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ শুভ্র সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই না দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হোক। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তবেই আমাদের দেশ উন্নয়ন হবে। বিএনপি-জামায়াত জোট শুধু বিরোধিতাই করে। তারা দেশের উন্নয়ন চায় না, তারা মানুষের কথা ভাবে না, তারা মানুষের পাশে দাঁড়াইনি। মানুষকে আর বোকা বানানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘আজকে করোনার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ প্রায় এক বছর হয়ে গেল। কোনো পরীক্ষা দিতে পারেনি। ওইদিকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের দেশের ক্ষতি হচ্ছে। উন্নয়ন যে আশা করেছিলাম ৮ পার্সেন্ট হবে সেটা হচ্ছে না। কমে গেছে করোনার জন্য। এর মধ্যে যদি আমরা আরও কিছু বিশৃঙ্খলা ঘটাই তাহলে দেশ আরও পিছিয়ে যাবে। এটা আমরা চাই না। আমরা সবাই মিলে দেশের কাজ করি।