ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক:

মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৪২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

নেপালের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কাঠমাণ্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিম তথা পোখরা থেকে ৩৫ কিলোমিটার পূর্বে নেপালের লামজুং প্রদেশে উৎস হওয়া এই কম্পনের তীব্রত ছিল রিখটার স্কেলে ৫.৮।

নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান সিসমোলজিস্ট ড. লোক বিজয় অধিকারী বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল লামজুয় জেলার ভুলভুলে। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্যারিসের একটি ভূতাত্ত্বিক নজরদারি সংস্থার তরফে জানানো হয়েছে, কম্পন অনুভূত হয়েছে ভারতেও। উত্তরপ্রদেশের রায়বরেলী, মুজফ্ফরপুরের মতো জায়গায় কিছুটা কম্পন ধরা পড়েছে। তবে তা খুব একটা অনুভব করতে পারেননি স্থানীয়রা। এ ছাড়া ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফেও কিছু জানানো হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে শীঘ্রই টিকা দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ
পরবর্তী নিবন্ধদাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩