মেহের মামুন গোপালগঞ্জ :
গোপালগঞ্জের মুকসুদপুরে ৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মহারাজপুর দারিদ্র বিমোচন সংস্থা। বুধবার সকালে সংস্থার নিজস্ব অর্থায়নে মহারাজপুর গ্রামের ৫০টি পরিবারের মাঝে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিলো লিকুইড দুধের প্যাকেট, দুই প্যাকেট সেমাই, ১টা সাবান, এক কেজি চিনি ।
ঈদ সামগ্রী বিতরণের আয়োজক মহারাজপুর দারিদ্র বিমোচন সংস্থার সভাপতি জাহিদ শেখ, সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম বিপ্লব, সদস্য মোরাদ মাতুব্বর,আলমগীর শেখ, রমজান শেখ, খায়ের মাতুব্বরসহ সংস্থার সদ্যরা মিলে মহারাজপুর গ্রামের ৫০ টি হতদরদ্রিদের বাড়িতে বাড়িতে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মহারাজপুর দারিদ্র বিমোচন সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম বিপ্লব জানান, আমাদের এই সংস্থার প্রত্যেকেই শ্রমজীবি মানুষ। প্রতিটা শ্রমীকের কষ্টার্জিত টাকা দিয়ে আমাদের ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করতে পেরে আমরা সবাই আনন্দিত।