মুকসুদপুরে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ চলমান বিভিন্ন পরিস্থিতি ও সংকট নিরসনে আলোচনা সভা করেছে। রবিবার সকালে মুকসুদপুর পৌর ভবনের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চলমান পরিস্থিতিতে হতদরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়া, হেফাজত নামধারি ধর্মব্যবসায়ীদের প্রতিহত করা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সেল গঠন এবং মুহাম্মদ ফারুক খান এমপি’র পারিবারিক যাকাত তহবিলের শাড়ি লুঙ্গি বিতরণের তালিকা করণ বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শ্যামল কান্তি বোস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম. সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদ রহমান, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যাসহ সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার জানান, চলমান পরিস্থিতিতে হতদরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়া, হেফাজত নামধারি ধর্মব্যব্যবসায়িদের প্রতিহত করা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সেল গঠন এবং মুহাম্মদ ফারুক খান এমপির পারিবারিক যাকাত তহবিলের শাড়ি লুঙ্গি বিতরনের তালিকা করণ এবং বিতরণের ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মামুনুলের সম্পৃক্ততা ছিল : ডিসি হারুন
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে লকডাউনে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান