নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় দফায় চলমান কঠোর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী ২৮ এপ্রিল। এর পরদিন থেকেই বাস চালাতে চান পরিবহন মালিকরা।
দোকান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই আগামী ২৫ এপ্রিল দোকান ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এর পরই আলোচনায় আসে গণপরিবহন চালু করার বিষয়।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা আগামী ২৯ এপ্রিল থেকে বাস চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।